মুরাদনগর, কুমিল্লা
১২ নভেম্বর ২০১৮


প্রিয় ক,
একরাশ প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো। গতকাল তোমার একখানা পত্র পেয়েছি। দর্শনীয় স্থান সম্পর্কে জানতে চেয়েছ। আজ আমি সেই বিষয়ে তোমাকে লিখছি। প্রকৃতির পাশাপাশি বাংলাদেশে অনেক দর্শনীয় স্থান রয়েছে। তুমি জেনে খুশি হবে, গত সপ্তাহে আমি আমার মা-বাবার সঙ্গে বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান সোনারগাঁ গিয়েছিলাম। সোনারগাঁ নারায়ণগঞ্জ জেলার মেঘনা নদীর তীরে অবস্থিত। সোনারগাঁ প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর এই সোনারগাঁয়ে অবস্থিত। এখানেই রয়েছে ঐতিহাসিক স্মৃতিবিজড়িত প্রাচীন স্থাপত্য পানামনগর। সোনারগাঁয়ে দেখার মতো আরো অনেক কিছু আছে। সময় পেলে তুমিও একবার ঘুরে এসো। তোমার মা-বাবাকে আমার সালাম জানিও। তোমার মঙ্গল কামনায় শেষ করছি।


ইতি
তোমার বন্ধু
‘খ’



সুত্রঃ কালের কন্ঠ, ২৭ ডিসেম্বর ২০১৯।