প্রশ্নের ধারা ও মানবন্টন
পঞ্চম শ্রেণি
বিষয়ঃ প্রাথমিক বিজ্ঞান
সময় : ২ ঘন্টা ৩০ মিনিট
(১০০% যোগ্যতাভিত্তিক) পূর্ণমান-১০০
১। সংক্ষিপ্ত উত্তর : (১৫টি প্রশ্ন থাকবে। ১৫টির উত্তর
দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর ২) ১৫ x ২ = ৩০
দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর ২) ১৫ x ২ = ৩০
২। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ : (১৪টি প্রশ্ন থাকবে।
১২টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১) ১x১২ = ১২
১২টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১) ১x১২ = ১২
৩। মিলকরণ : বামপাশের ৫টি থাকবে, ডান পাশে ৭টি
থাকবে ২x৫ = ১০
৪। কাঠামোবদ্ধ প্রশ্ন :(১০টি প্রশ্ন থাকবে। ৮টির উত্তর
থাকবে ২x৫ = ১০
৪। কাঠামোবদ্ধ প্রশ্ন :(১০টি প্রশ্ন থাকবে। ৮টির উত্তর
দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ৬) প্রতিটি প্রশ্নের এক
বা একাধিক অংশ থাকতে পারে। ৬ x ৮ = ৪৮
বা একাধিক অংশ থাকতে পারে। ৬ x ৮ = ৪৮
মোট =১০০
0 Comments