সুচনাঃ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের অধিকাংশ সময় বাংলাদেশের মানুষ ও তাদের কল্যানের জন্য ব্যয় করেছেন। বাংলাদেশের স্বাধীনতার জন্য সমগ্র বাংলাদেশকে সংঘবদ্ধ করতে
ছিল অপরিসীম। 

জন্ম ও পরিচয়ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ই মার্চ ফরিদপুর জেলার গােপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ লুৎফুর রহমান এবং তাঁর মাতার নাম সাহেরা খাতুন। বর্তমানে ১৭ই মার্চ সারাদেশে জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়। 

শিক্ষাজীবনঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৪২ সালে এন্ট্রান্স পাস করেন। পরবর্তীতে তিনি কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হন। ১৯৪৭ সালে তিনি ইসলামিয়া কলেজ থেকে বিএ পাস করেন। দেশভাগের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তিহন। 

রাজনৈতিক জীবনঃ ১৯৪৭-এ ভারত বিভাগ এর সময় বঙ্গবন্ধু ছিলেন তরুন ছাত্রনেতা। পরবর্তীতে পাকিস্তানের নিরাপত্তার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের চরম অবহেলা ও ঔদাসীনতার বিরুদ্ধে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারী এবং আনুষ্ঠানিক ভাবে ২৩ মার্চ ছয় দফা উত্থাপন করেন। ১৯৭০ সালে নির্বাচনে আওয়ামী লীগ বিপুল বিজয় অর্জন করে। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর বাংলাদেশ-ভারত যৌথ বাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে। ১০ জানুয়ারি ১৯৭২ শেখ মুজিব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। 

উপসংহারঃ কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো বলেছেন- “আমি হিমালয় দেখিনি, আমি দেখেছি শেখ মুজিবকে”। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহানুভবতা তাঁকে বাঁচিয়ে রাখবে অনন্তকাল।