|
৫ নং প্রশ্ন- ক্রিয়াপদের চলিত রুপঃ |
| ক. আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মেছি। |
| আমাদের সৌভাগ্য যে, আমরা বাংলাদেশে জন্মেছি। |
| খ. তুমি চট্টগ্রাম বা
সিলেটগামী ট্রেনে চাপিয়া আখাউড়া বেড়াইতে গেলে। |
| তুমি চট্টগ্রাম বা সিলেটগামী
ট্রেনে চেপে আখাউড়া বেড়াতে গেলে। |
| গ. এই আখাউড়া স্টেশন হইতে
নামিয়া চার/পাঁচ কিলোমিটার পথ পেরুলেই পাইয়া যাইবে সীমান্ত। |
| এই আখাউড়া স্টেশন হতে নেমে
চার/পাঁচ কিলোমিটার পথ পেরুলেই পেয়ে যাবে সীমান্ত। |
| ঘ. তুমি যদি পার্বত্য
চট্টগ্রাম যাও, দেখিতে পাইবে আরও নানা ধরনের মানুষের বসবাস সেখানে। |
| তুমি যদি পার্বত্য চট্টগ্রাম
যাও, দেখতে পাবে আরও নানা ধরনের মানুষের বসবাস সেখানে। |
| ঙ. তাহারা নিজ নিজ ভাষায় কথা বলিয়া থাকে। |
| তারা নিজ নিজ ভাষায় কথা বলে থাকে। |
| চ. এই যে এত কথা বলিতেছি, তাহার একটাই উদ্দেশ্য। |
| এই যে এত কথা বলাই, তাহার একটাই উদ্দেশ্য। |
| ছ. তাহা হইল বাংলাদেশের
সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি হইলেও তাহাদের ছাড়া আরও লোকজন আছে। |
| তাহা হল বাংলাদেশের
সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি হলেও তাদের ছাড়া আরও লোকজন আছে। |
| জ. আমরা নানা জাতের মানুষ এই
যে, মিলেমিশে বন্ধুর মতো বসবাস করিতেছি, ইহাতেই আমাদের আনন্দ। |
| আমরা নানা জাতের মানুষ এই যে
মিলেমিশে বন্ধুর মতো বসবাস করছি, ইহাতেই আমাদের আনন্দ। |
| ঝ. আমাদের দেশে হিন্দু আছে,
মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান রহিয়াছে। |
| আমাদের দেশে হিন্দু আছে,
মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান রয়েছে। |
| ঞ. সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করিতে হইবে। |
| সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে। |
| ট. মুসলমানদের দুটি ঈদ রহিয়াছে। |
| মুসলমানদের দুটি ঈদ রয়েছে। |
| ঠ. মানুষকে এভাবেই তো ভালোবাসিতে হইবে। |
| মানুষকে এভাবেই তো ভালোবাসতে হবে। |
| ড. মানুষে মানুষে মিলেমিশে থাকলেই তা ভালোবাসা জন্মাইবে। |
| মানুষে মানুষে মিলেমিশে
থাকলেই তো ভালোবাসা জন্মাবে। |
| ঢ. দেশকে তাই যতটা পারা যায় কাছে থাকিয়া দেখিতে হইবে। |
| দেশকে তাই যতটা পারা যায় কাছ থেকে দেখতে হবে। |
| ণ. দেশকে ভালোবাসার মধ্য দিয়েই
সার্থক হইয়া উঠিবে আমাদের জীবন। |
| দেশকে ভালোবাসার মধ্য
দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। |
- Home
- একাডেমিক বই সমুহ
- পঞ্চম শ্রেনী
- _বাংলা
- __প্রশ্নের ধারা ও মান বন্টন
- __বার্ষিক পাঠ পরিকল্পনা
- _English
- __Question Pattern
- __Annual Study Plan
- __Model Test
- __Basic Practic
- _গনিত
- _বাংলাদেশ ও বিশ্ব
- __প্রশ্নের ধারা ও মান বন্টন
- __কাঠামোবদ্ধ প্রশ্ন
- __সংক্ষিপ্ত প্রশ্ন
- __মিল করন
- __শূন্যস্থান পুরন
- _প্রাথমিক বিজ্ঞান
- __প্রশ্নের ধারা ও মান বন্টন
- __কাঠামোবদ্ধ প্রশ্ন
- __সংক্ষিপ্ত প্রশ্ন
- __মিল করন
- __শূন্যস্থান পুরন
- _ইসলাম ধর্ম
- বিগত স্কুল পরিক্ষার প্রশ্ন
- ভিডিও পাঠশালা
0 Comments